নিরবচ্ছিন্ন বিদ্যুতের দাবিতে খাগড়াছড়িতে মানববন্ধন

নিরবচ্ছিন্ন বিদ্যুতের দাবিতে খাগড়াছড়িতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। আজ সোমবার সকাল ৯টা থেকে শহরের শাপলা চত্বরে ঘণ্টাব্যাপী কর্মসূচিতে অংশ নেন সর্বস্তরের ব্যবসায়ী, ছাত্র-শিক্ষক, সুশীলসমাজের মানুষ। খাগড়াছড়ি শহরের ব্যবসায়ীরা দোকানপাট বন্ধ রেখে মানববন্ধনে অংশ নেন।

বিদ্যুৎ আন্দোলনের সমন্বয়কারী মো. জামাল উদ্দিনের সভাপতিত্বে কর্মসূচির প্রতি একাত্মতা প্রকাশ করে বক্তব্য দেন খাগড়াছড়ি বাজার ব্যবসায়ী সমিতির সেক্রেটারি চন্দ্র শেখর দাশ, কাঠ ব্যবসায়ী আমিন শরীফ, আজিম উল হক, প্রভাত তালুকদার, নাজিম উদ্দিন প্রমুখ।

এ সময় বক্তারা খাগড়াছড়ির জন্য বরাদ্দ হওয়া বিদ্যুতের সরবরাহ নিশ্চিত করা, লোডশেডিংয়ের সময় নির্ধারণ করা, লো-ভোল্টেজমুক্ত বিদ্যুৎ দেওয়া এবং অবিলম্বে গ্রিড সাব-স্টেশনের কাজ শেষ করার দাবি জানান।

আগামী ৩০ মের মধ্যে দাবি পূরণ না হলে সারা জেলায় হরতাল- অবরোধের মতো কঠোর কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি উচ্চারণ করেন তাঁরা।