এনএসআই পরিচালক পদে জিয়াউল আহসানের যোগদান

জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই)  পরিচালক পদে যোগদান করেছেন বিগ্রেডিয়ার জেনারেল জিয়াউল আহসান । র্যাবের অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন)  পদে থাকাকালে কর্নেল  থেকে বিগ্রেডিয়ার জেনারেল পদে পদোন্নতি দিয়ে তাকে সেখানে নিযুক্ত করা হয়।

বৃহস্পতিবার (২৮ এপ্রিল) বেলা সাড়ে ১১টায় নতুন পদে যোগদান করেন বিগ্রেডিয়ার জেনারেল জিয়াউল আহসান ।

র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইং  এর সহকারী পরিচালক (এএসপি) এ তথ্য নিশ্চিত করেছেন।

বৃহস্পতিবার (২৮ এপ্রিল) এক ফেসবুক স্ট্যাটাসে ব্রিগেডিয়ার জেনারেল জিয়াউল আহসান নিজেও তার এই নতুন দায়িত্বের কথা জানান। একই সঙ্গে তার নতুন র‌্যাংকের তথ্যটিও জানান তিনি। ওই স্ট্যাটাসে ব্রিগেডিয়ার জেনারেল জিয়া বলেন, র‌্যাব এ দায়িত্বপালনের সময় সকলের আন্তরিক সহযোগিতার জন্য আমি কৃতজ্ঞ। এই দায়িত্বপালন কালে কোনও ভুল করে থাকলে তার জন্য ক্ষমাপ্রার্থী। জিয়াউল আহসান আরও বলেন, আমি আমার সর্বোচ্চ আন্তরিকতা দিয়ে দায়িত্ব পালনে চেষ্টা করেছি।