বাবার অভিযোগে মাদকাসক্ত ছেলের কারাদণ্ড
বাবা মিজানুর রহমানের অভিযোগের ভিত্তিতে মাদকাসক্ত ছেলে রাসেলকে(২৮) ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
রাসেল আহম্মেদ বগুড়ার শেরপুর উপজেলার রনবীরবালা গ্রামের মিজানুর রহমানের ছেলে।
মঙ্গলবার (২৬ এপ্রিল) বেলা আড়াইটায় নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) একেএম সরোয়ার জাহান এ সাজা দেন।
শেরপুর থানার দায়িত্বরত কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) জোহা বাংলানিউজকে জানান, উপজেলার রনবীরবালা গ্রামের মিজানুর রহমানের ছেলে মাদকাসক্ত রাসেল আহম্মেদের (২৮) অত্যাচারে পরিবারের লোকজন অতিষ্ঠ হয়ে পড়ে। ফলে, বাধ্য হয়ে বাবা পুলিশের আশ্রয় নেন। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার (২৬ এপ্রিল) দুপুরে মাদকাসক্ত সেই ছেলেকে পুলিশের হাতে তুলে দেন।