সাঁথিয়ায় অস্ত্রসহ আটক ২ চরমপন্থি নেতা কারাগারে
পাবনার সাঁথিয়ায় অভিযান চালিয়ে বিদেশি রিভলবার ও গুলিসহ আটক দুই চরমপন্থি নেতাকে কারাগারে পাঠিয়েছে পুলিশ।
মঙ্গলবার (২৬ এপ্রিল) দুপুর ১টার দিকে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়। এর আগে সকালে উপজেলার ধুলাউড়ি ইউনিয়নের পীড়াহাটি গ্রাম থেকে তাদের আটক করা হয়।
আটক চরমপন্থি নেতারা হলেন- আটঘরিয়া উপজেলার লীপুর গ্রামের আব্দুল জব্বারের ছেলে মুন্নাফ আলী (৪৫) ও নগর চাঁচকিয়া গ্রামের নরজেশ মোল্লার ছেলে হানিফ মোল্লা (৩৫)।
সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন বাংলানিউজকে জানান, পীড়াহাটি পূর্বপাড়া গ্রামের কবরস্থানের পাশে নাশকতার প্রস্তুতি নিচ্ছিলো চরমপন্থি দলের ৮/১০ জন সদস্য। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সেখানে অভিযান চালায়। এ সময় তারা পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে ধাওয়া দিয়ে দুই নেতাকে আটক করলেও অন্যরা পালিয়ে যায়।
আটক চরমপন্থি নেতাদের কাছ থেকে পাকিস্তানের তৈরি একটি রিভলবার, দু’টি কার্তুজ, আট রাউন্ড গুলি ও ছোড়া উদ্ধার করা হয়েছে।
ওসি আরও জানান, আটক দুই চরমপন্থি পূর্ববাংলা কমিউনিস্ট পার্টির (এম এল লাল পতাকা) আঞ্চলিক নেতা। তাদের বিরুদ্ধে সাঁথিয়া, আতাইকুলা ও আটঘরিয়া থানায় হত্যা, চাঁদাবাজী ও ছিনতাইয়ের একাধিক মামলা রয়েছে।