সমকামী বিষয়ক পত্রিকা রূপবানের সম্পাদকসহ ২ খুন

রাজধানীর কলাবাগানে বাসায় ঢুকে দুজনকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ সোমবার বিকেলে উত্তর ধানমন্ডির কলাবাগানের তেঁতুলগলি এলাকার ৩৫ নম্বর বাসায় এ ঘটনা ঘটে।

ঢাকা মহানগর পুলিশের গণমাধ্যম বিভাগের উপকমিশনার মো. মারুফ হোসেন সরদার বলেন, আজ বিকেলে কয়েকজন দুর্বৃত্ত পার্সেল দেওয়ার কথা বলে ওই বাসায় ঢুকে কুপিয়ে দুজনকে হত্যা করে।

স্থানীয় কয়েকজনের সঙ্গে কথা বলে জানা যায়, আজ বিকেল পাঁচটার দিকে হঠাৎ ওই বাসা থেকে চিৎকার-চেঁচামেচি শুনতে পান তাঁরা। পরে অন্তত পাঁচ যুবককে ওই বাসা থেকে দ্রুত বের হয়ে যেতে দেখেন।
কলাবাগান থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) হাবিবুর রহমান প্রথম আলোকে বলেন, নিহত ব্যক্তিদের নাম জুলহাস ও তন্ময় বলে প্রাথমিকভাবে জানা গেছে। তাঁদের বয়স আনুমানিক ৩৫ বছর। ওই বাসায় জুলহাস, তাঁর মা আর একজন গৃহকর্মী থাকতেন। জুলহাসের বন্ধু তন্ময়। আজ বিকেলে চার-পাঁচজন যুবক পার্সেল দেওয়ার কথা বলে ওই বাসায় যায়। দরজা খুললে কিছু বুঝে ওঠার আগেই যুবকেরা ভেতরে ঢুকে দুজনকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কোপাতে থাকে। পরে দ্রুত বেরিয়ে যেতে থাকে। এ সময় বাসার নিরাপত্তাকর্মী তাদের বাধা দেওয়ার চেষ্টা করলে তাঁকেও বেধড়ক মারধর করে বেরিয়ে যায়। তখন স্থানীয় লোকজন তাদের ধাওয়া করার চেষ্টা করে। তবে যুবকেরা পালিয়ে যেতে সক্ষম হয়।

ওই যুবকদের ধাওয়া করা স্থানীয় ব্যক্তিদের মধ্যে মো. আশরাফ নামের একজন দোকানদার প্রথম আলোকে বলেন, ‘আমি ওই বাড়ির কিছুটা দূরে ছিলাম। হঠাৎ বাড়ির সিকিউরিটি গার্ডের চিৎকার শুনি। এ সময় চার-পাঁচজন যুবক অস্ত্র হাতে দ্রুত বেরিয়ে যাচ্ছিল। পরে আমিসহ কয়েকজন তাদের ধাওয়া দিই। পরে দুর্বৃত্তরা অস্ত্র উঁচিয়ে গুলি করার হুমকি দেয়। ফাঁকা গুলি ছুড়তে ছুড়তে তারা পালিয়ে যায়।’

রূপবান পত্রিকার সম্পাদক জুলহাস মান্নান ইউএসএইডে কর্মরত ছিলেন। মার্কিন রাষ্ট্রদূতের সাবেক প্রটোকল কর্মকর্তাও ছিলেন তিনি। এছাড়া গণমাধ্যমের খবরে বলা হয়েছে তিনি সাবেক পররাষ্ট্রমন্ত্রী দীপু মনির খালাতো ভাই।