বৈঠকের কথা স্বীকার করেছেন শফিক রেহমান: ডিবি

প্রধানমন্ত্রীর ছেলে সজীব ওয়াজেদ জয়কে অপহরণ আর হত্যা চেষ্টার ষড়যন্ত্রে যুক্তরাষ্ট্রে একাধিক বৈঠক করার কথা রিমান্ডে স্বীকার করেছেন, শফিক রেহমান।

দুপুরে এক সংবাদ সম্মেলনে এমন দাবি করে ডিবি পুলিশ। এর আগে শফিক রেহমানকে নিয়ে তার ইস্কাটনের বাসায় তল্লাশি চালানো হয়। জব্দ করা হয় বেশ কিছু নথি। পরে শফিক রেহমানের স্ত্রী জানান, পাসপোর্টসহ বেশ কিছু কাগজপত্র নিয়ে গেছে ডিবি পুলিশ।

প্রধানমন্ত্রী পুত্র সজিব ওয়াজেদ জয়কে অপহরণ ও হত্যা চেষ্টার অভিযোগে, গেল শনিবার নিজ বাসায় গ্রেপ্তার হন সিনিয়র সাংবাদিক শফিক রেহমান। ওই দিনই তার পাঁচ রিমান্ড মঞ্জুর করেন আদালত। এর তিন দিনের মাথায়  শফিক রেহমানের স্বীকারোক্তি আদায়ের দাবি পুলিশের।

সজীব ওয়াজেদ জয় সম্পর্কে তথ্য পেতে এফবিআই এজেন্ট রবার্ট লাস্টিককে ঘুষ দেয়ার দায়ে গত বছর যুক্তরাষ্ট্রে প্রবাসী বিএনপি নেতার ছেলে সিজারের কারাদণ্ড হয়। যুক্তরাষ্ট্রে ওই বিচারের পর জয়কে অপহরণ-ষড়যন্ত্রের অভিযোগে এই মামলার তদন্ত শুরু করে এদেশীয় পুলিশ।

এমামলায় আরো তদন্তের স্বার্থে শফিক রেহমানের বাসায় মঙ্গলবার সকালে তল্লাশি চালায় গোয়েন্দা পুলিশ।

এবিষয়ে শফিক রেহমানের স্ত্রী জানিয়েছেন, তার পাসপোর্ট ও কিছু কাগজপত্র নেয়া হয়েছে, তবে কি ধরণের নথি তা তিনি জানাননি।