‘ফটোকপিতে’ জাহিদ হাসানকে নিয়ে ঝামেলায় পরিবার
‘দ্বৈত চরিত্রে আগেও অনেক নাটকে অভিনয় করেছি। কিন্তু এবারের দ্বৈত চরিত্রের নাটকটি করতে গিয়ে অন্যরকম আনন্দ পেয়েছি। মনে হয়েছে এতে দর্শকরা ভিন্নধর্মী আনন্দ পাবেন’- সম্প্রতি শুটিং শেষ হওয়া ‘ফটোকপি’ নাটক সম্পর্কে এমন মন্তব্যই করলেন জনপ্রিয় অভিনেতা জাহিদ হাসান।
নাটকের কাহিনীতে দেখা যাবে, পরিবার থেকেই ছোটবেলায় হারিয়ে যায় জাহিদ হাসান। কিন্তু পনেরো বছর পর বাড়ি ফিরে আসে হারিয়ে যাওয়া জাহিদ হাসান। পরিবার হারিয়ে যাওয়া ছেলেকে পেয়ে যেন আনন্দে ভাসতে থাকে।
কিন্তু কিছুদিন পরেই বাধে বিপত্তি। একই রকম চেহারার আরেকজন এসে বলে সে এই পরিবারের হারিয়ে যাওয়া ছেলে। ফলে দুই জাহিদ হাসানকে নিয়ে ঝামেলায় পড়ে পরিবার। কোনটি তাদের আসল ছেলে সেটি চিনতে পারে না তারা। এই পরিস্থিতিতে নানা ঘটনা ও অঘটনের মধ্য দিয়ে এগিয়ে যায় নাটক ফটোকপির কাহিনী।
আহসান আলমগীরের রচনায় নির্মিত নাটকটির শুটিংয়ের কাজ সম্প্রতি শেষ হয়েছে। শিগগিরই নাটকটি একটি চ্যানেলে প্রচার হবে বলে জানা গেছে।