শ্বাসরুদ্ধকর ম্যাচে সিরিজ জিতল নিউজিল্যান্ড
নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টির পর একদিনের সিরিজও হারল পাকিস্তান। রোববার বৃষ্টিবিঘ্নিত শ্বাসরুদ্ধকর ম্যাচে পাকিস্তানকে ৩ উইকেটে হারিয়েছে কিউইরা।
অকল্যান্ডে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন পাকিস্তান দলের অধিনায়ক আজহার আলী।
ব্যাট করতে নেমে হাফিজ এবং বাবরের ব্যাটে ভর করে ২৯০ রান সংগ্রহ করে পাকিস্তান। তবে তাদের ইনিংস শেষ হয় ৪৭ দশমিক ৩ ওভারে।
হাফিজ ৭৬ এবং বাবর ৮৩ রান করেন। এছাড়া সরফরাজ ৪১ রান করেন। নিউজিল্যান্ডের পক্ষে মিলনে ৩টি, হেনরি এবং বোল্ড ২টি করে উইকেট লাভ করেন।
২৯১ রানের জয়ের লক্ষ্যে খেলতে নেমে আবারও ঝড় তোলেন গাপটিল এবং উইলিয়ামসন। তাদের জুটিতে আসে ১৫৯ রান। এর আগে অবশ্য দলে ফেরা অধিনায়ক ম্যাককালাম আউট হন ০ রান করে।
৩৫ দশমিক ৩ ওভার খেলা শেষ হলে বৃষ্টি শুরু হয়। বৃষ্টি আইনে নিউজিল্যান্ডের সামনে লক্ষ্যমাত্রা দাঁড়ায় ৪৩ ওভারে ২৬৩ রানের। শেষ পর্যন্ত সাটনারের সাহসী ব্যাটিংয়ে ২ বল হাতে রেখেই ৩ উইকেটের জয় পায় স্বাগতিকরা। দলের পক্ষে গাপটিল ৮২ এবং উইলিয়ামসন ৮৪ রান করেন।
পাকিস্তানের হয়ে মোহাম্মদ আমির আজও বোলিং কারিশমা দেখান। ৯ ওভার বল করে ৩৯ রানে নেন ২ উইকেট। এছাড়া আজহার আলীও ২টি উইকেট লাভ করেন।
৩ ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথমটিতে জয় পেয়েছিল নিউজিল্যান্ড। দ্বিতীয়টি বৃষ্টির কারণে পরিত্যাক্ত হয়। শেষ ম্যাচ জিতে ২-০ তে সিরিজ জিতে নিল ব্লাক ক্যাপসরা।
ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার পেয়েছেন গাপটিল।