দ্রুততম হাফসেঞ্চুরির রেকর্ড ভারতের পান্ত’র
যুব ওয়ানডে ক্রিকেটে দ্রুততম হাফসেঞ্চুরির রেকর্ড গড়লেন ভারত অনূর্ধ্ব-১৯ দলের ওপেনার রিশাব পান্ত। মাত্র ১৮ বলে ফিফটি করেন তিনি।
বাংলাদেশে চলমান যুব বিশ্বকাপে সোমবার মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে নেপালের বিপক্ষে এ রেকর্ড গড়েন পান্ত। নেপালের বিপক্ষে করা তার এই ইনিংসই যুব ওয়ানডে ক্রিকেটে সবচেয়ে কম বলে হাফসেঞ্চুরির রেকর্ড।
এর আগে ২০০৯-১০ সালে ১৯ বলে হাফ সেঞ্চুরি করেছিলেন ওয়েষ্ট ইন্ডিজের ট্রেবন গ্রিফিথ। সেই রেকর্ড ভেঙে দিয়ে রেকর্ডের পাতায় নিজের নাম লেখালেন পান্ত।
মাত্র ১৮ বলে হাফসেঞ্চুরি পূর্ণ করার পর ২৪ বলে ৯টি চার ও ৫টি ছয়ের সাহায্যে ৭৮ রান করে আউট হন রিশাব। পরে টামাংয়ের বলে বোল্ড হয়ে যান তিনি। এছাড়া অধিনায়ক ইশান কিশান ৪০ বল থেকে ৭ চার ও ৩ ছক্কায় ৫২ রান করে আউট হন। এ দুজনের ব্যাটিং তাণ্ডবেই মূলত ৭ উইকেটের বিশাল ব্যবধানে জয় পায় ভারত।
এর আগে টস জিতে ভারত প্রথমে নেপালকে ব্যাট করার আমন্ত্রণ জানায়।
প্রথম দুই ম্যাচে আয়ারল্যান্ড এবং নিউজিল্যান্ডকে হারানো নেপাল এদিন ভালো করতে পারেনি। ৮ উইকেটে সংগ্রহ করে ১৬৯ রান।
১৭০ রানের টার্গেটে খেলতে নেমে ১৮ দশমিক ১ ওভারে মাত্র ৩ উইকেট হারিয়ে ১৭৫ রান করে ভারত।