অস্কারের হ্যাটট্রিকে চেলসি’র বড় জয়

oskar_2964

ব্রাজিলিয়ান মিডফিল্ডার অস্কারের হ্যাটট্রিকে এফএ কাপে ৫-১ গোলের ব্যবধানে এমকে ডনসকে হারিয়েছে চেলসি। এই জয়ের ফলে এফএ কাপের পঞ্চম রাউন্ডে উঠেছে চেলসি।

রোববার রাতে চতুর্থ রাউন্ডের খেলায় গাস হিডিঙ্কের অধীনে উড়ন্ত ফর্মে ফিরল ব্লুসরা।

১৫ মিনিটে চেলসির হয়ে গোলের সূচনা করেন অস্কার। ২১ মিনিট এমকে ডনসের ডি পটার ম্যাচে সমতা ফেরাতে সক্ষম হন।

এরপর খেলার ৩২তম মিনিটে নিজের ও দলের দ্বিতীয় গোল করেন অস্কার। আর বিরতির ১ মিনিট আগে নিজের হ্যাটট্রিক পূরণ করেন তিনি।

দ্বিতীয়ার্ধে ইডেন হ্যাজার্ড (৫৫ মিনিট)  এবং ত্রায়োর (৬২ মিনিট) গোলে ৫-১ এর বিশাল ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে চেলসি। আট মাস পর গোলের দেখা পেল হ্যাজার্ড।

এই জয়ের ফলে হিডিঙ্কের অধীনে টানা ৮ ম্যাচে অপরাজিত থাকল ব্লুজরা।