শেরপুর সীমান্তে মাটি খুঁড়ে ২২ হাজার গুলি উদ্ধার
শেরপুরের নালিতাবাড়িতে অভিযান চালিয়ে কমপক্ষে ২২ হাজার গুলি উদ্ধার করেছে র্যাব। গুলিগুলো এসএমজি ও এলএমজির।
সোমবার ভোর থেকে নলিতাবাড়ির সীমান্তবর্তী পাহাড়ি এলাকা বুরুঙ্গা মধুটিলায় এই অভিযান চালানো হয় বলে নিশ্চিত করেছেন র্যাব-৫ এর স্কোয়াড্রন লিডার মোবাশ্বের। শেষ খবর পাওয়া পর্যন্ত এই অভিযান এখনও চলছে।
তবে বিপুল সংখ্যক এ্খই গুলি কে বা কারা সেখানে জমা রেখেছিল তা সম্পর্কে এখনও কিছু জানানো হয়নি।
র্যাবের এই কর্মকর্তা বাংলা ট্রিবিউনকে আরও জানান, র্যাবের অভিযান এখনও অব্যাহত রয়েছে। ঢাকা থেকে আসা র্যাবের একটি বিশেষ দল এই অভিযান চালাচ্ছে। পুরো এলাকা র্যাব সদস্যরা ঘিরে রেখেছে। বিকাল ৩টায় সংবাদ সম্মেলনের মাধ্যমে এই অভিযান সম্পর্কে বিস্তারিত জানানো হবে।