মিরাজের অবিশ্বাস্য ক্যাচ!
অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের প্রথম ম্যাচেই স্পটলাইট নিজের ওপর নিয়ে নিলেন বাংলাদেশ যুবাদের অধিনায়ক মেহেদী হাসান মিরাজ।
এদিন এক্সট্রা কাভার থেকে দুর্দান্ত এক ক্যাচ নিয়ে জানান দিলেন নাসির-সাব্বিরের মতো আরও অনেকের অভিষেকের অপেক্ষায় বাংলাদেশ।
যুব বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয়েছিলো স্বাগতিক বাংলাদেশ ও বর্তমান চ্যাম্পিয়ন দক্ষিণ আফ্রিকা। ম্যাচে ব্যাট হাতে উল্লেখযোগ্য কিছু করতে পারেননি। মাত্র ২৩ রান করেই আউট হয়ে গেছেন।
অবশ্য বল হাতে পুষিয়ে দিয়েছেন ব্যাটিংয়ের ব্যর্থতা। ফিরিয়েছেন প্রোটিয়াদের তিন ব্যাটসম্যানকে। তবে আলোচনায় এসেছেন উড়ন্ত এক ক্যাচ তালুবন্দি করে।
অনেকক্ষণ ধরেই গলার কাঁটা হয়ে ছিলেন স্মিথ। পূর্ণ করেছিলন নিজের শতকও। যখনই হাত খুলে মারতে শুরু করবেন, তখনই পরিণত হলেন মিরাজের অসাধারণ এক ক্যাচে।
স্মিথের ওই শটটি চার হয়ে যেতে পারত অনায়াসে। কিন্তু মিরাজের এই ক্যাচে তার বিদায়ে মূলত জয় নিশ্চিত হয় বাংলাদেশের। ৪৩ রানের জয় পায় টাইগার যুবারা।