সোমালিয়ায় রেস্টুরেন্টে জঙ্গি হামলায় নিহত ২০
সোমালিয়ার রাজধানী মোগাদিসুর একটি রেস্টুরেন্টে জঙ্গিদের গাড়ি বোমা হামলায় অন্তত ২০ জন প্রাণ হারিয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন বেশ কয়েকজন। স্থানীয় সময় বৃহস্পতিবার সন্ধ্যায় বিচ ভিউ ক্যাফে নামের ওই রেস্টুরেন্টে এ হামলার ঘটনা ঘটে। জঙ্গি সংগঠন আল-শাবাব হামলার দায় স্বীকার করেছে। শুক্রবার দেশটির পুলিশ কর্মকর্তা ক্যাপ্টেন মোহম্মদ হুসেইন বলেছেন, রেস্টুরেন্ট ও এর আশেপাশের এলাকা পুলিশ ঘিরে রেখেছে। খবর বিবিসির। হামলার পরপরই স্থানীয় একটি অনলাইন রেডিওতে এক বিবৃতিতে জঙ্গি সংগঠন আল-শাবাবের মুখপাত্র শেখ আবদুয়াসিস আবু মুসাব এ হামলার দায় স্বীকার করেছেন।