আত্মঘাতী পরীক্ষা-নিরীক্ষায় সিরিজ জয় হাতছাড়া
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আত্মঘাতী পরীক্ষা-নিরীক্ষায় শেষ পর্যন্ত জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জয় হাতছাড়া হলো টাইগারদের।
চার ম্যাচের এই সিরিজের প্রথম দুই ম্যাচে দাপুটে জয়ের পর তৃতীয় ম্যাচে চার অভিষেকসহ আনা হয় পাঁচ পরিবর্তন। ফলাফল হার।
এরপর চতুর্থ ম্যাচে ঘুরে দাঁড়াতে ফের জায়গা করে দেয়া হয় অভিজ্ঞদের। তবে শেষ রক্ষা হয়নি। এই ম্যাচেও হেরে সিরিজে ২-২ সমতা। ফলে আরেকটি সিরিজ জয় হাতছাড়া হলো বাংলাদেশের।
টানা দুই জয়ের পর সিরিজ জয় নিশ্চিত না করেই তৃতীয় ম্যাচে আত্মঘাতী এই পরীক্ষা-নিরীক্ষা কতটুকু যৌক্তিক ছিল তা নিয়ে ক্রিকেটবোদ্ধা ও সমর্থকদের মধ্যে প্রশ্ন উঠেছে।
শুক্রবার খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে সিরিজের চতুর্থ ও শেষ ম্যাচে আগে ব্যাট করে ৪ উইকেটে ১৮০ রানের বড় স্কোর করে জিম্বাবুয়ে। জবাবে ১৮১ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে এক ওভার বাকি থাকতেই ১৬২ রানে অলআউট হয়ে যায় স্বাগতিকরা। ফলে ১৮ রানে হারে টাইগাররা।
সংক্ষিপ্ত স্কোর:
জিম্বাবুয়ে: ২০ ওভারে ১৮০/৪ (সিবান্দা ৪, মাসাকাদজা ৯৩*, মুতুম্বামি ৩২, ওয়ালার ৩৬, রাজা ২, চিগুম্বুরা ৫*; তাসকিন ১/৩২, হায়দার ১/৩৩, সাকিব ১/৩৫, মাশরাফি ১/৪০)।
বাংলাদেশ: ১৯ ওভারে ১৬২ (তামিম ১, সৌম্য ১১, সাব্বির ১, ইমরুল ১৮, সাকিব ৪, মাহমুদউল্লাহ ৫৪, নুরুল ১৫, মাশরাফি ২২, হায়দার ১৪, আরাফাত ১০, তাসকিন ১*; মাডজিভা ৪/৩৪, চিসোরো ৩/১৭, রাজা ২/৩১, জঙ্গুয়ে ১/৩৫)।