আহসান উল্লাহ মাস্টারের শাহাদতবার্ষিকী আজ

r

জনপ্রিয় শ্রমিক নেতা বীর মুক্তিযোদ্ধা আওয়ামী লীগ নেতা এবং সাবেক এমপি আহসান উল্লাহ মাস্টারের ১৬তম শাহাদতবার্ষিকী বৃহস্পতিবার ( ৭ মে)। এ উপলক্ষ্যে ঢাকা ও গাজীপুরসহ দেশের বিভিন্ন স্থানে খাদ্য বিতরণসহ কোরআনখানি ও মসজিদে মসজিদে দোয়া মাহফিলের কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

এছাড়া শহিদ আহসান উল্লাহ মাস্টার ফাউন্ডেশন এবং শহিদ আহসান উল্লাহ মাস্টার এমপি স্মৃতি পরিষদের পক্ষ থেকে মরহুমের বড়ো ছেলে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল এমপি গতকাল পূবাইল, টঙ্গী এবং গাজীপুরের বিভিন্ন স্থানে কর্মহীন শ্রমজীবী ও পেশাজীবীসহ ১০ হাজার পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করেন। উল্লেখ্য, ২০০৪ সালের ৭ মে একদল সন্ত্রাসী টঙ্গীর নোয়াগাঁও এম এ মজিদ মিয়া উচ্চবিদ্যালয় মাঠে এক জনসভায় প্রকাশ্যে দিবালোকে আহসান উল্লাহ মাস্টারকে গুলি করে হত্যা করে।

আহসান উল্লাহ মাস্টার গাজীপুর-২ আসন হতে দুইবার সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি আওয়ামী লীগের জাতীয় কমিটির সদস্য, শিক্ষক সমিতিসহ বিভিন্ন সমাজসেবামূলক সংগঠনের সঙ্গে জড়িত ছিলেন।