২০২২ ফুটবল বিশ্বকাপের ব্র্যান্ড অ্যাম্বাসেডর করোনায় আক্রান্ত
প্রাণঘাতী করোনা ভাইরাসে থমকে গেছে ক্রীড়াঙ্গন। স্থগিত বা বন্ধ করে দেয়া হয়েছে বিশ্বের অনেক ক্রীড়া আসর। অদৃশ্য এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন বিশ্বের কয়েকটি দেশের প্রধানমন্ত্রী-সংসদ সদস্যসহ নামি-দামি তারকারা। এবার সেই তালিকায় যোগ হলেন ২০২২ বিশ্বকাপের আরেক তারকা। করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ২০২২ বিশ্বকাপের ব্র্যান্ড অ্যাম্বাসেডর ও কাতারের সাবেক ফুটবলার আদিল খামিস।
করোনা মহামারির প্রাদুর্ভাবে পিছিয়েছে অলিম্পিক, ইউরো’সহ ক্রীড়াঙ্গনের বড় বড় সব আসর। এমন সময় করোনা পজেটিভ হয়েছেন কাতারের সাবেক ফুটবলার ও ২০২২ বিশ্বকাপের ব্র্যান্ড অ্যাম্বাসেডর আদিল খামিস।
মাত্র ১৮ বছর বয়সে কাতারের জার্সি গায়ে আন্তর্জাতিক ফুটবলে পা রাখেন খামিস। দেশের হয়ে ৫৩ ম্যাচে ১৮ গোল করেছেন ৫৪ বছর বয়সী খামিস।