পিপিপি’র সিইও হলেন সুলতানা আফরোজ
বর্তমানে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) জাতিসংঘ শাখার অতিরিক্ত সচিব সুলতানা আফরোজকে সচিব পদে পদোন্নতি দেয়া হয়েছে। সচিব পদমর্যাদায় তাকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের পাবলিক প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি) কর্তৃপক্ষের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) করা হয়েছে। রবিবার এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
সুলতানা আফরোজ হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের কেনেডি স্কুল অব গভর্নমেন্ট (কেএসজি) থেকে জনপ্রশাসনে এমএ ডিগ্রি অর্জন করেছেন এবং ১৯৮৯ সালের ডিসেম্বর মাসে বাংলাদেশ সিভিল সার্ভিসে (প্রশাসন ক্যাডার) যোগদান করেন।
তিনি রোমে অবস্থিত বাংলাদেশ দূতাবাসে অর্থনৈতিক পরামর্শদাতা হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং রোমের ইউএন এজেন্সিগুলোর (এফএওও, আইএফএডি এবং ডাব্লুএফপি) বাংলাদেশের বিকল্প স্থায়ী প্রতিনিধি ছিলেন। ইউএনবি।