ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে আজকের আয়োজন
ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের আজ দ্বিতীয় দিন। এ উপলক্ষে জাতীয় জাদুঘরের মূল মিলনায়তনে সকাল ১০টা ৩০ মিনিটে থাকছে বাংলাদেশি চলচ্চিত্র ‘গোয়েন্দাগিরি’। দুপুর ১টায় প্রদর্শিত হবে ভারতীয় নির্মাতা জয়া যশরাজ পরিচালিত সিনেমা ‘ইদাম’। বিকেল ৩টায় এশিয়ান কম্পিটিশন বিভাগে প্রদর্শিত হবে ইরানি ছবি ‘আমির’। এ ছাড়াও বিকেল ৫টা ও সন্ধ্যা ৭টায় যথাক্রমে ‘পাপুসজা’ ও ‘সেকশন ৩৭৫’- এই দুটি সিনেমা দেখানো হবে। জাতীয় জাদুঘরের সুফিয়া কামাল মিলনায়তনে সকাল ১০টায় দেখানো হবে ‘ট্রপিকো’, ‘গ্রে’, ‘বৌমা’, ‘কিসিং ইউ অন দ্য হানি’ ও ‘ফলিং স্নো’। দুপুর ১টায় প্রদর্শিত হবে সিনেমা ‘আইডল’ ও ‘দ্য পিট’। বিকেল ৩টায় প্রদর্শিত হবে ‘ভেনডেমি’ ও ‘ফাটওয়া’। এ ছাড়াও বিকেল ৫টায় দেখানো হবে সিনেমা ‘টাইম টু লিভ’ এবং ‘প্লাম ইন দ্য ত্রট লাভ অ্যান্ড স্লিপ’। সন্ধ্যা ৭টায় ‘ফেলকন ইন দ্য সিলভার সিটি’ ও ‘উই উইল উইন ওভার’- এই দুটি সিনেমা দেখানো হবে। পাশাপাশি শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা ও নৃত্যশালা মিলনায়তন, কেন্দ্রীয় গ্রন্থাগারের মূল মিলনায়তন, আলিয়ঁস ফ্রঁসেজ মিলনায়তন, মধুমিতা সিনেমা হল, স্টার সিনেপ্লেক্সের বসুন্ধরা সিটি ও সীমান্ত স্কয়ারে থাকছে দেশি-বিদেশি বিভিন্ন চলচ্চিত্রের প্রদর্শনী। উৎসব চলবে ১৯ জানুয়ারি পর্যন্ত।