শেষ প্রস্তুতি ম্যাচের পালা

0041449_kalerkantho-2018-28-pic-5

বিশ্বকাপ প্রস্তুতি চলছে এখন পুরোমাত্রায়। সমর্থকরা নিজ দলের পতাকায় রাঙাচ্ছেন নিজেদের, দলের শক্তি-দুর্বলতা নিয়ে চুলচেরা বিশ্লেষণ চলছে, প্রতিপক্ষ সমর্থকদের সঙ্গে যুদ্ধংদেহী মনোভাবের উত্তাপও ছড়াচ্ছে। তাহলে একবার ভাবুন, খেলোয়াড় আর কোচদের অবস্থা! ১৭ দিন হাতে রেখে শেষ মুহূর্তের ঝালাই চলছে দলে। গত মার্চের দুটি প্রস্তুতি ম্যাচ দেখেই দলের চেহারা প্রায় দাঁড় করিয়ে ফেলেছেন কোচরা। আজ থেকে শুরু শেষ প্রস্তুতি ম্যাচের পালা।

আজই মাঠে নামছে ফ্রান্স, পর্তুগালের মতো হেভিওয়েট দুই দল। ব্রাহায় পর্তুগালের প্রতিপক্ষ ‘জি’ গ্রুপের তিউনিসিয়া। ফরাসিরা স্তাদ দি ফ্রান্সে নামবে রিপাবলিক অব আয়ারল্যান্ডের বিপক্ষে। উয়েফা প্লে-অফে ডেনমার্কের কাছে হেরে বিশ্বকাপে জায়গা হয়নি আইরিশদের। তবে সে আসরের ফেভারিট ফ্রান্সকে আজ কঠিন সময়ই উপহার দিতে চায় তারা। একই দিনে ‘জি’ গ্রুপের দক্ষিণ কোরিয়া খেলবে হন্ডুরাসের বিপক্ষে, ইরানের প্রতিপক্ষ তুরস্ক, সৌদি আরব খেলবে ইতালির বিপক্ষে, নাইজেরিয়ার প্রতিপক্ষ কঙ্গো। এই ম্যাচগুলোতে যারা খেলবে তাদের প্রস্তুতির ব্যাপার তো আছেই, বিশ্বকাপের তাদের গ্রুপ প্রতিপক্ষ যারা তারাও কিন্তু একটা চোখ রাখবে ম্যাচগুলোর ওপর। নাইজেরিয়ার ম্যাচে যেমন নজর না রেখে পারেন না হোর্হে সাম্পাওলি। পর্তুগাল-তিউনিসিয়া ম্যাচে গ্যারেথ সাউথগেটের নিশ্চিত নজর থাকবে আফ্রিকান দলটিকে আরো ভালোভাবে বুঝে ওঠার জন্য। তিউনিসিয়া গত সাত ম্যাচ ধরে অপরাজিত। ফের্নান্দো সান্তোসের দলের ভালো পরীক্ষাই নেবে আজ তারা।

২৩ সদস্যের পূর্ণাঙ্গ দল ঘোষণার পর পর্তুগালের এটিই প্রথম ম্যাচ। কিয়েভে চ্যাম্পিয়নস লিগ ফাইনাল খেলা রোনালদোকে ছাড়াই মাঠে নামতে হবে তাদের। গত ইউরো জিতিয়েছে যাঁরা, তাঁদের মধ্য থেকে ন্যানি, এদেরসহ সেই স্কোয়াডেরও ১০ জনকে সান্তোস জায়গা দেননি এই বিশ্বকাপ দলে। পর্তুগাল তাই একরকম নতুন চেহারা নিয়েই নামবে নিজেদের মাঠে। মার্চে সর্বশেষ প্রস্তুতি ম্যাচে বিশ্বকাপে জায়গা না পাওয়া নেদারল্যান্ডসের কাছে বড় ব্যবধানেই হেরেছে পর্তুগিজরা। তাই যেকোনো মূল্যে দলকে জয়ের ধারায় ফেরাতে চান সান্তোস। কাজটা সহজ হবে না।

সর্বশেষ দুটি প্রীতি ম্যাচে বিশ্বকাপেরই দুই দল ইরান ও কোস্টারিকাকে হারিয়ে নাবিল মালোয়ালের তিউনিসিয়াও আছে আত্মবিশ্বাসের তুঙ্গে। ১৯৭৮ সালের পর বিশ্বকাপে প্রথম জয়ের আশায় রয়েছে তারা। পর্তুগালের বিপক্ষে আরেকটি জয় নিশ্চিতভাবেই সেই সম্ভাবনা বাড়িয়ে দেবে অনেকখানি। রোনালদো না থাকায় এই ম্যাচে গোলের মূল দায়িত্ব থাকবে তরুণ আন্দ্রে সিলভার কাঁধে। পেছনে বার্নান্দো সিলভা থাকবেন বলের জোগান দিতে। ভ্যালেন্সিয়ায় দারুণ এক মৌসুম কাটানো গনসালো গুয়েদেস সুযোগ পেতে পারেন এ ম্যাচে, অন্য প্রান্তে একই সম্ভাবনা গেলসন মার্তিনসের।

ফ্রান্সের প্রতিপক্ষ আয়ারল্যান্ড উয়েফা প্লে-অফের পর গত মার্চে তুরস্কের কাছেও হেরেছে। দিদিয়ের দেশম আজ তাদের বিপক্ষে অলিভিয়ের জিরোদকে সুযোগ দিতে পারেন সেন্টার ফরোয়ার্ড পজিশনে। সঙ্গে থাকবেন কিলিয়ান এমবাপ্পে, আন্তোয়ান গ্রিয়েজমান, বেনজামিন মেন্ডি, স্টিভেন এনজোনজি, এনগোলো কান্তেরা। বিশ্বকাপ ফেভারিটদের ম্যাচ দেখতে স্তাদ দি ফ্রান্সের সব টিকিট বিক্রি হয়ে গেছে এরই মধ্যে। বিবিসি, গোলডটকম