ডিএসইতে প্রধান সূচক ৬৫, সিএসইতে বেড়েছে ৯২ পয়েন্ট

9d0994ca0700d93a5f39bef4d841ea5b-57209234eeb23

সপ্তাহের তৃতীয় কার্যদিবস সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) প্রধান সূচক গত কার্যদিবসের চেয়ে বেড়ে শেষ হয়েছে এ দিনের কার্যক্রম। এদিন ডিএসইর প্রধান সূচক ২২ দশমিক ৫৮ পয়েন্ট বেড়েছে এবং সিএসইর প্রধান সূচক ৩৩ দশমিক ৫৩ পয়েন্ট বেড়েছে।

এদিন উভয় পুঁজিবাজারে মোট লেনদেন হয়েছে ৫৯১ কোটি ৫১ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। গত রবিবার লেনদেন হয়েছিল ৪১২ কোটি ৫০ লাখ টাকা।

ডিএসই ও সিএসইর ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএসইডিএসই

এদিন ডিএসইতে টাকার অঙ্কে মোট লেনদেন হয়েছে ৫৬১ কোটি ৮০ লাখ টাকা। গত রবিবার লেনদেন হয়েছিল ৩৯৫ কোটি ৬৬ লাখ টাকা। সুতরাং এক কার্যদিবসের ব্যবধানে ডিএসইতে লেনদেন বেড়েছে ১৬৬ কোটি ১৪ লাখ টাকা।
এদিন ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ২২ দশমিক ৫৮ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৪১৩ পয়েন্টে, ডিএসইএস বা শরীয়াহ সূচক ২ দশমিক ৯৩ পয়েন্ট বেড়ে এক হাজার ২৬৮ পয়েন্টে এবং ১ দশমিক ৯২ পয়েন্ট কমে ডিএসই-৩০ সূচক দাঁড়িয়েছে দুই হাজার ৭ পয়েন্টে।
এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩৩৩টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৯৯টির, কমেছে ৯৪টির এবং কোনও পরিবর্তন হয়নি ৪০টি কোম্পানির শেয়ার দর।
এছাড়া টাকার অঙ্কে এদিন ডিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলো-ইন্ট্রাকো রি-ফুয়েলিং স্টেশন লিমিটেড,গ্রামীণফোন, বেক্সিমকো, ব্র্যাক ব্যাংক, স্কয়ার ফার্মা, মনো সিরামিক, লিগ্যাসি ফুটওয়ার লিমিটেড, বাংলাদেশ স্টিল রি-রোলিং লিমিটেড, অ্যাডভান্ট ফার্মা এবং ইভিন্স টেক্সটাইলস লিমিটেড।

সিএসইসিএসই

অন্যদিকে এদিন সিএসইতে মোট শেয়ার লেনদেনের পরিমাণ ২৯ কোটি ৭১ লাখ টাকা। গত রবিবার লেনদেন হয়েছিল ১৬ কোটি ৮৪ লাখ টাকার শেয়ার। সুতরাং এক কার্যদিবসের ব্যবধানে সিএসইতে লেনদেন কমেছে ১২ কোটি ৮৭ লাখ টাকা।
এদিন সিএসইর প্রধান সূচক সিএসসিএক্স ৩৩ দশমিক ৫৩ পয়েন্ট বেড়ে ১০ হাজার ৯৩ পয়েন্টে,সিএএসপিআই সূচক ৫২ দশমিক ৭৮ পয়েন্ট বেড়ে ১৬ হাজার ৬৮৮ পয়েন্টে, সিএসই-৫০ সূচক ৫ দশমিক ৪০ পয়েন্ট বেড়ে ১২ হাজার ৪৯ পয়েন্টে এবং সিএসই-৩০ সূচক ৪০  দশমিক ৪১ পয়েন্ট বেড়ে ১৫ হাজার ২১৭ পয়েন্টে অবস্থান করছে।
এদিন সিএসইতে লেনদেন হওয়া ২২৭টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১১৭টির, কমেছে ৮৫টির এবং কোনও পরিবর্তন হয়নি ২৫টি কোম্পানির শেয়ার দর।
টাকার অঙ্কে এদিন সিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলো- এসিআই ফর্মুলেশানস লিমিটেড, ইন্ট্রাকো রি-ফুয়েলিং স্টেশন লিমিটেড,বেক্সিমকো, অ্যাডভান্ট ফার্মা, বিবিএস ক্যাবলস, কেয়া কসমেটিকস, ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড লিমিটেড,লংকা-বাংলা ফাইন্যান্স, বাংলাদেশ স্টিল রি-রোলিং লিমিটেড এবং আরডি ফুড।