সমাজ কল্যাণে নতুন প্রতিমন্ত্রী নুরুজ্জামান
সমাজকল্যাণ মন্ত্রণালয়ের নতুন প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন খাদ্য প্রতিমন্ত্রী নুরুজ্জামান আহমদ।
রোববার (১৯ জুন) মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম বাংলানিউজকে বিয়ষটি নিশ্চিত করেছেন। তিনি বাংলানিউজকে বলেন, দপ্তর বদল করে তাকে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে।
তিনি সমাজকল্যাণ মন্ত্রণালয়ে পূর্ণ প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করবেন।
এর আগে ২০১৫ সালের ১৪ জুলাই মন্ত্রিত্ব পাওয়ার পর থেকে খাদ্য মন্ত্রণালয়ে খাদ্য প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পান করছিলেন লালমনিরহাট-২ আসনের সংসদ সদস্য নুরুজ্জামান আহমেদ।
গত বছরের ১৪ সেপ্টেম্বর সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় সমাজ কল্যাণমন্ত্রী সৈয়দ মহসিন আলী (মৌলভীবাজার-৩) মারা যাওয়ার পর মন্ত্রণালয়ের দেখভাল করছিলেন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট প্রমোদ মানকিন।
কিন্তু গত ১১ মে হঠাৎ করে ভারতের একটি হাসপাতালে তিনিও মারা গেলে মন্ত্রিত্ব শূন্য হয়ে পড়ে সমাজ কল্যাণ মন্ত্রণালয়।
ময়মনিসংহ-১ (হালুয়াঘাট-ধোবাউড়া) আসনের চার বারের সংসদ সদস্য ছিলেন প্রমোদ মানকিন।
হালুয়াঘাট উপজেলা আওয়ামী লীগের সভাপতি, ময়মনসিংহ জেলা আওয়ামী লীগ ও জেলা আইনজীবী সমিতির সদস্যও ছিলেন তিনি।
এদিকে এ সংক্রান্ত আদেশের মাধ্যমে প্রতিমন্ত্রীর দফতর বদল করে একটি প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।