বিকল্পধারার এক টেলিফিল্ম ‘ডার্লিং’-এ অভিনেত্রী রিচি

রিচি সোলায়মান। ছবি- সংগৃহীত

রিচি সোলায়মান। ছবি- সংগৃহীত

বিকল্পধারার এক গল্পে নির্মিত হয়েছে টেলিফিল্ম ‘ডার্লিং’। এতে কেন্দ্রীয় চরিত্রে রানির ভূমিকায় অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেত্রী রিচি সোলায়মান। টেলিফিল্ম এর গল্পটি কিছুটা এরকমঃ

যৌনকর্মী রানির জন্য যেন এই পৃথিবীতে কোন জায়গা নেই। সবাই শুধু নিজের শরীরের প্রয়োজনে কিছু টাকার বিনিময়ে ব্যবহার করেছে তাকে। নিজের জীবনের প্রতি তীব্র ঘৃণা ও বিতৃষ্ণা নিয়ে আর বাঁচতে চায় না সে। তাই নিজের কবরের জন্য একটুকরো জমি কেনার পরিকল্পনা করেন রানি। যাতে মারা যাবার পর অন্তত তার লাশের একটা ঠিকানা থাকে।
কবরের জমিটি কেনার জন্য একটি কোম্পানির সেলসম্যানের দ্বারস্থ হন রানি। ঠিক ওই একই সেলসম্যানের কাছে জমি কেনার বায়না করেন রায়হান সাহেব। কিন্তু রানিকে সেখানে জমি কিনতে দেখে থমকে যান রায়হান সাহেব। কারণ তিনি বেশ ভাল করেই চেনেন তাকে। বাসায় নিজের স্ত্রীকে রেখে দীর্ঘদিন এই রানির সঙ্গেই রাত কাটাতেন রায়হান সাহেব।
শাহীন স্বাধীনের রচনা ও পরিচালনায় এই টেলিফিল্ম রিচি ছাড়াও আরো অভিনয় করেছেন সিয়াম, তারিক আনাম খান, সাবেরী আলম প্রমুখ। বৃহস্পতিবার সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে মাছরাঙা টেলিভিশনে প্রচারিত হবে টেলিফিল্মটি।