‘ভেঙে পড়া’ জেএমবি হামলায় এগিয়ে!

সাম্প্রতিক খুনগুলোতে পুলিশের তদন্ত নিয়ে অসন্তোষের প্রেক্ষাপটে মঙ্গলবার পুলিশ প্রধান এ কে এম শহীদুল হক এক সংবাদ সম্মেলনে হামলার ঘটনাগুলোর যে পরিসংখ্যান দেন, তাতে জেএমবির সম্পৃক্ততার বিষয়টিই প্রধান হয়ে আসে।

পুলিশ সদর দপ্তরে অনুষ্ঠিত এই সংবাদ সম্মেলনে জানানো হয়, ২০১৩ সালে ব্লগার আহমেদ রাজীব হায়দার খুনের পর থেকে তিন দিন আগে টাঙ্গাইলে হিন্দু দর্জি নিখিল জোয়ারদার হত্যাকাণ্ড পর্যন্ত ৩৭টি হামলার ঘটনা ঘটেছে।

এসব হামলার ২৫টিতে জেএমবি জড়িত বলে পরিসংখ্যানে তুলে ধরা হয়। এর মধ্যে রংপুরে জাপানি কুনিও হোসি, রাবি শিক্ষক এ এফ এম রেজাউল করিম সিদ্দিকী ও দর্জি নিখিল ও পুলিশ হত্যাকাণ্ডগুলো রয়েছে।

আটটি হত্যাকাণ্ডে আনসারুল্লাহ বাংলা টিম জড়িত বলে দাবি পুলিশের। এর মধ্যে রয়েছে রাজীব থেকে শুরু করে সাম্প্রতিক জুলহাজ মান্নান ও মাহবুব রাব্বী তনয়সহ অধিকাংশ ব্লগার হত্যার ঘটনাগুলো।

বাকি চারটি হত্যাকাণ্ডে নাম উল্লেখ না করে ‘সন্ত্রাসী/জঙ্গি গোষ্ঠী’কে দায়ী করা হয়েছে। এর মধ্যে রয়েছে ঢাকায় ইতালির নাগরিক চেজারে তাভেল্লা, ঝিনাইদহে আব্দুর রাজ্জাক হত্যাকাণ্ডের ঘটনাগুলো।

বাংলাদেশে জঙ্গি তৎপরতার ঘটনাটি প্রকাশ্য হয়েছিল প্রায় এক যুগ আগে জেএমবি-জেএমজেবির মাধ্যমে। ২০০৫ সালে সারাদেশে একযোগে বোমাহামলা চালিয়ে আলোড়ন তুলেছিল জেএমবি।

২০০৫ সালে জেএমবি-জেএমজেবির সঙ্গে হরকাতুল জিহাদ ও শাহদাৎ-ই আল হিকমা নামে আরও দুই সংগঠনের তৎপরতা ধরা পড়ার পর এই সবগুলো সংগঠনকে নিষিদ্ধ করা হয়।

এর কয়েক বছরের মধ্যে শায়খ আব্দুর রহমান ও সিদ্দিকুল ইসলাম বাংলা ভাইসহ জেএমবির শীর্ষনেতাদের ফাঁসিতেও ঝোলানো হয়।

তারপর থেকে অভিযানে অসংখ্য জঙ্গি সদস্যকে গ্রেপ্তার এবং অস্ত্র-বিস্ফোরক উদ্ধার করে আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা বলেন, জেএমবির মেরুদণ্ড ভেঙে দেওয়া হয়েছে। একই কথা কয়েক বছর আগে আসে বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালের কণ্ঠেও।

এর মধ্যেই ২০১৪ সালে ময়মনসিংহের ত্রিশালে প্রিজন ভ্যানে হামলা চালিয়ে দলের নেতা সালাউদ্দিন সালেহীন সানি এবং রাকিবুল হাসান হাফেজ মাহমুদ ও জাহিদুল ইসলাম ওরফে বোমারু মিজানকে ছিনিয়ে নিয়ে নিজেদের সক্ষমতা দেখিয়ে দেয়।  এদের মধ্যে রাকিবুল পরে কথিত বন্দুকযুদ্ধে মারা যান।

তবে মঙ্গলবার পুলিশ প্রধানের দেওয়া জঙ্গি হামলার পরিসংখ্যানে প্রিজন ভ্যানে হামলা চালিয়ে কনস্টেবল আতিকুল ইসলামকে মেরে তিন জঙ্গি নেতাকে ছিনতাইয়ের ঘটনাটি নেই।

মুফতি জসীমউদ্দিন রাহমানী নেতৃত্বাধীন আনসারুল্লাহ বাংলাটিম সংগঠনটি আলোচনায় আসে ২০১৩ সালে রাজীব হত্যাকাণ্ডের পর। ২০১৫ সালে নিষিদ্ধ হওয়া এই সংগঠনের প্রধান রাহমানী এখন কারাগারে।

এছাড়া হামজা ব্রিগেডসহ আরও কয়েকটি জঙ্গি সংগঠনের নাম নানা সময়ে পুলিশের বক্তব্যে এলেও তাদের তৎপরতার খবর খুব একটা দেখা যায়নি পরে।

কয়েক বছর আগে ভারতের কাশ্মিরভিত্তিক লস্কর-ই তৈয়বার একাধিক সদস্যকে বাংলাদেশে গ্রেপ্তারের দাবি র‌্যাব-পুলিশ করে। এরপর আইএস সম্পৃক্ততার অভিযোগ তুলে কয়েকজনকে গ্রেপ্তারের দাবিও করা হয়।

কিন্তু যখন থেকে বাংলাদেশের বিভিন্ন হত্যাকাণ্ডের দায় স্বীকার করে আইএস কিংবা আল কায়দার বার্তা আসার খবর আসতে থাকে; তখন থেকে আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা বলতে থাকেন, বাংলাদেশের জঙ্গিদের সঙ্গে আন্তর্জাতিক জঙ্গি গোষ্ঠীর কোনো যোগাযোগ নেই।

সংবাদ সম্মেলনে পুলিশ মহাপরিদর্শক শহীদুলও বলেন, “যারা গ্রেপ্তার হয়েছে, তারা কেউ বলেনি যে তাদের সঙ্গে আইএসের কোনো সম্পর্ক আছে। আর গ্রেপ্তার হওয়া জঙ্গিরা হাই-ফাই ক্রিমিনাল না যে তাদের ইন্টারন্যাশনাল কানেকশন থাকবে।”

প্রায় সব ‘রহস্য উদ্ঘাটিত’

যে ৩৭টি হামলার পরিসংখ্যান দিয়েছেন আইজিপি, তার মধ্যে ৩৪টিতেই মূল ঘটনা উদ্ঘাটিত হয়েছে বলে দাবি করা হয়েছে। তবে এর মধ্যে মাত্র ছয়টিতে অভিযোগপত্র দেওয়া হয়েছে।

‘মূল ঘটনা উদ্ঘাটিত’ হওয়ার মধ্যে অভিজিৎ রায়, অনন্ত বিজয় দাস, নীলাদ্রি চট্টোপাধ্যায় নিলয়, ফয়সাল আরেফিন দীপন, দুই বিদেশি তাভেল্লা ও হোসি, এমনকি রাবি শিক্ষক রেজাউল হত্যাকাণ্ডও রয়েছে।

দাবি করা হলেও কীভাবে মূল ঘটনা উদঘাটন হয়েছে, তার সুস্পষ্ট কোনো ব্যাখ্যা পাওয়া যায়নি পুলিশের কাছ থেকে।

অভিযোগগপত্র দেওয়ার পর রাজীব হত্যাকাণ্ডের বিচার শেষ হলেও অনলাইন অ্যাকটিভিস্টদের মধ্যে শুধু ওয়াশিকুর রহমান বাবুর হত্যাকারীদের অভিযোগপত্র হয়েছে।