রোববার শ্রম অধিকার দিবসে সাধারণ ছুটির দিনটিতে দিলকুশার নির্মাণাধীন ওই ভবনে কাজ চলছিল।
বিকালে সেখানে দুর্ঘটনায় স্বপন (১৮) ও হালিম (২২) নামে ওই দুই শ্রমিক নিহত হন বলে মতিঝিল থানার ওসি ওমর ফারুক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন।
নিহতদের স্বপন রাজমিস্ত্রির সহকারী (জোগালি) এবং হালিম ভ্যানচালক। ওই সময় তারা ভবনে রড তুলছিলেন।
ওসি বলেন, বিকাল সাড়ে ৪টার দিকে দিলকুশা এলাকায় ইসলামী ব্যাংকের প্রধান শাখার পাশের একটি পাঁচ তলা ভবন থেকে তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসকরা তাদের মৃত ঘোষণা করেন।
মতিঝিল থানার এসআই নাসির উদ্দিন বলেন, “একজন ওই ভবন থেকে মাটিতে পড়ে গিয়েছিল। আরেকজনকে ধরাধরি করে অন্যরা নিচে নামিয়ে এনেছিল। একজনের শরীরে জখমের চিহ্ন রয়েছে, আরেকজনের শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই।”
এই পুলিশ কর্মকর্তার ধারণা, তড়িতাহত হয়ে এক শ্রমিক মারা যান, অন্যজন ছিটকে নিচে পড়ে যান।
লাশ দুটি ঢাকা মেডিকেল কলেজ মর্গে রাখা আছে।