ঢাকা মার্কেন্টাইল কো-অপারেটিভের সঙ্গে লেনদেন নয়: কেন্দ্রীয় ব্যাংক
মঙ্গলবার সন্ধ্যায় এক সতর্কীকরণ বিজ্ঞপ্তিতে কেন্দ্রীয় ব্যাংক বলেছে, দি ঢাকা মার্কেন্টাইল কো-অপারেটিভ সোসাইটি লিমিটেড নামের প্রতিষ্ঠানটি তাদের নামের সাথে ‘ব্যাংক’ শব্দ ব্যবহার করে দেশের বিভিন্ন অঞ্চলে শাখা খুলে অবৈধ ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করছে মর্মে বাংলাদেশ ব্যাংকের নিকট অভিযোগ উত্থাপিত হয়েছে।
‘প্রতিষ্ঠানটি অস্বাভাবিক উচ্চ হারে মুনাফা/সুদ প্রদানের প্রতিশ্রুতি দিয়ে বিভিন্ন ধরনের আমানত হিসেবে জনগণের নিকট থেকে অর্থ সংগ্রহ করছে’ উল্লেখ করে বিজ্ঞপ্তিতে বলা হয়,“এই প্রতিষ্ঠানটি বাংলাদেশ ব্যাংকের লাইসেন্সপ্রাপ্ত কোনো ব্যাংক নয় বিধায় উক্ত প্রতিষ্ঠানটির সাথে কোনো ধরনের ব্যাংকিং কার্যক্রম না করার জন্য জনসাধারণকে সতর্ক করা যাচ্ছে।”