জোড়া খুনে আনসার আল-ইসলামের ‘দায় স্বীকার’ ভিত্তিহীন

রাজধানীর কলাবাগানে জোড়া খুনের ঘটনায় আনসার আল-ইসলাম নামের একটি জঙ্গি সংগঠনের দায় স্বীকার ভিত্তিহীন বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের উপকমিশনার (ডিসি মিডিয়া) মারুফ হোসেন সরদার।

মঙ্গলবার (২৬ এপ্রিল) বিকেলে ডিএমপি মিডিয়া সেন্টারে পোর্টাল বাংলাদেশ-কে এ তথ্য জানান তিনি।

ডিসি মারুফ হোসেন বলেন, জোড়া খুনের বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। এর আগে এ ধরনের হত্যার ঘটনায় অনেকেই দায় স্বীকার করেছে। এছাড়া আগের মামলাগুলোর তদন্ত করে আমরা বেশ কিছু আসামি আটক করেছি। তবে দায় স্বীকারের সঙ্গে তাদের সংশ্লিষ্টতা পাওয়া যায়নি। ‘তবে এ ঘটনাটিও আমরা তদন্ত করে দেখবো’, যোগ করেন তিনি।

এর আগে একই দিন দুপুরে রাজধানীর কলাবাগানের জোড়া খুনের ঘটনায় দায় স্বীকার করে বিবৃতি দিয়েছিলো জঙ্গি সংগঠন আনসার আল ইসলাম। দুপুরে ১টার দিকে সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে এক বিবৃতির মধ্য দিয়ে এ হামলার দায় স্বীকার করে নেয় সংগঠনটি।

টুইটারে আনসার আল-ইসলামের দাবি, তারা ভারতীয় উপমহাদেশের আল-কায়েদার অঙ্গ সংগঠন।

রাজধানীর লেক সার্কাস কলাবাগান রোডস্থ (উত্তর ধানমন্ডি) আছিয়া নিবাসের দ্বিতীয় তলায় সোমবার (২৫ এপ্রিল) সন্ধ্যায় দুর্বৃত্তদের হামলায় নিহত হন জুলহাস ও তার বন্ধু মাহবুব তনয়।