মাহফুজ আনামের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলার আবেদন

mahfuz_anam_3910

প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে জরুরি অবস্থার সময় দুর্নীতির মিথ্যা সংবাদ প্রকাশ করায় ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনামের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলার আবেদন করেছেন একজন আইনজীবী।

বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টার দিকে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাকিম স্নিগ্ধা রানী চক্রবর্তীর আদালতে মোস্তাফিজুর রহমান দুলাল নামে এক আইনজীবী এ মামলা দায়েরের আবেদন করেন।

এছাড়াও একই আদালতে মাহফুজ আনামের বিরুদ্ধে মানহানির মামলাও দায়েরক করেন আইনজীবী দুলাল।

গত ৩ ফেব্রুয়ারি ডেইলি স্টারের ২৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে একটি বেসরকারি টিভিতে ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনাম বলেন, ২০০৭-০৮ সালে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময় সেনা গোয়েন্দা সংস্থা ডিজিএফআইয়ের দেয়া বিভিন্ন দুর্নীতির খবর যাচাই না করেই তারা ছেপেছিলেন।

এ সময় মাহফুজ আনাম জানান, যাচাই না করে এ ধরনের খবর ছাপা তার সাংবাদিকতা জীবনের সবচেয়ে বড় ভুল কাজ ছিল ।

এরপর প্রধানমন্ত্রীর তথ্য প্রযুক্তি উপদেষ্টা ও তার ছেলে সজীব ওয়াজেদ জয় রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে মাহফুজ আনামকে গ্রেফতরের দাবি জানান।

এরপর গত রোববার জাতীয় সংসদ অধিবেশনে সাত জন সংসদ সদস্য মাহফুজ আনামের বিচার দাবির পাশাপাশি ডেইলি স্টার বন্ধের দাবি জানান।

এর দুদিন পর মঙ্গলবার লক্ষ্মীপুরে মাহফুজ আনামের বিরুদ্ধে ৫০ কোটি টাকার মানহানির মামলা করেছেন জেলা ছাত্রলীগের সভাপতি চৌধুরী মাহমুদ্দুনবী সোহেল এবং খুলনায় ১০০ কোটি টাকার মানহানি মামলা করেছেন জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান সাগর।